মৎস্য সংরক্ষণ আইন-১৯৫০ সম্পর্কে জানুন, মেনে চলুন এবং অন্যকে জানান । হাওর, নদী-নালা, খাল-বিল তথা উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের উন্নয়ন, সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষা করুন। নিষিদ্ধ মাছ ধরার সামগ্রী ও জাল ব্যবহার করে মা মাছ, ডিমওয়ালা মাছ, পোনামাছ ধরলে এবং জলাশয় শুকিয়ে মাছ আহরণ করলে জরিমানা ও শাস্তির আওতায় আনা হবে। আসুন মৎস্য আইন মেনে চলি, মাছের উৎপাদন বৃদ্ধি করি ।
কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
তথ্য ও সেবা প্রাপ্তিতে আমাদের তথ্য বাতায়নে প্রবেশ করুন।
পোলিং
মতামত দিন